/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইরান ১২ দিনের সংঘর্ষে ইসরায়েল ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে বলে সরকারিভাবে স্বীকার করেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভবত কখনও জানা যাবে না, কারণ দেশটিতে সংবাদমাধ্যমের ওপর কঠোর ও দীর্ঘস্থায়ী বিধিনিষেধ জারি রয়েছে।
প্রতিরক্ষা সূত্রের বরাতে জানানো হয়েছে, আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামো স্থাপনায় আঘাত করেছে। যদিও কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
/anm-bengali/media/post_attachments/42912597-6f4.png)
বিশ্লেষকরা মনে করছেন, কড়া সেন্সরশিপের ফলে অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বাইরে আসছে না। যুদ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হলেও, আঘাতের দাগ থেকে যাচ্ছে বহু স্থানে।
আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও, ইসরায়েল সরকার এখনই সেন্সর নীতিতে কোনও শিথিলতার ইঙ্গিত দেয়নি।
Israel has acknowledged being hit by more than 50 missiles during its 12-day war with Iran, but the true extent of the damage may never be known due to stringent and longstanding press restrictions
— AFP News Agency (@AFP) June 26, 2025
🇮🇱 🇮🇷 https://t.co/LURFE631Fypic.twitter.com/RjvTbncRg8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us