আরও এক ইসকন মন্দিরে পড়লো তালা, বাংলাদেশের এ কি অবস্থা!

শুধু একটি মন্দির না, বাংলাদেশের একাধিক মন্দিরই আজ বিপদের মুখে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
the-sheikh-hasina-led-bangladesh-government-has-declared-an-indefinite-nationwide-curfew-starting-at-044125557-16x9_0-ezgif.com-effects

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসকন মন্দিরের প্রধান রাধারমণ দাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। যেখানে বাংলাদেশের সার্বিক চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন। আর তাতেই দেখা যাচ্ছে, শুধু একটি মন্দির না, বাংলাদেশের একাধিক মন্দিরই আজ বিপদের মুখে। 

Durga-idol-broken-in-Gopalganj

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাংলাদেশের শিবচরে ইসকন নামহাট্টা কেন্দ্র জোরপূর্বক বন্ধ করে দিয়েছে মুসলমানরা। সেনাবাহিনী এসে ইসকন ভক্তদের একটি গাড়িতে তুলে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দেখায় যে চরমপন্থীরা ইসকন মন্দিরের বোর্ড সরিয়ে দিচ্ছে, যেখানে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের একটি ছবি রয়েছে, সেটিও সরিয়ে দেওয়া হয়েছে”৷

bangladesh violence111