BIG NEWS: জাপানের প্রধানমন্ত্রীর পদে প্রথম দেশের এক নারী

কে পেলেন এই দায়িত্ব?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: জাপানের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি সানায়ে তাকাইচি মঙ্গলবার সংসদে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

কিয়াইজি তাকাইচি নিম্ন সংসদের প্রথম ধাপের ভোটে জয় অর্জন করে পুনর্ভোট এড়াতে সক্ষম হন, যেখানে তিনি ২৩৭ ভোট পেয়েছিলেন ও সাংবিধানিক গণতান্ত্রিক পার্টি অফ জাপান- এর নেতা যোশিহিকো নোদার ১৪৯ ভোট পান। ৬৪ বছর বয়সী তাকাইচি পার্লামেন্টের নিম্ন সংসদে প্রদত্ত ৪৬৫ ভোটের মধ্যে ২৩৭ ভোট পেয়ে জাপানের প্রধানমন্ত্রী হন।

Japan's newly elected PM Sanae Takaichi (Photo/@takaichi_sanae)