New Update
নিজস্ব সংবাদদাতা : ইরান-ইসরায়েল সংঘাতের পর অবশেষে আজ শনিবার, তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লাহ আলি খামেনি। গত ১৩ই জুন ইসরায়েল একতরফাভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যোগ দেয় এবং ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে।
এরপর অবশেষে গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। এসমস্ত কিছুর মধ্যে এতদিন আড়ালেই ছিলেন খামেনি। আর আজ অবশেষে দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন তিনি।