BREAKING: অবশেষে আত্মপ্রকাশ করলেন খামেনি ! কোথায় ছিলেন এতদিন ?

কোথায় ছিলেন খামেনি ?

author-image
Debjit Biswas
New Update
khamenei

নিজস্ব সংবাদদাতা : ইরান-ইসরায়েল সংঘাতের পর অবশেষে আজ  শনিবার, তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লাহ আলি খামেনি। গত ১৩ই জুন ইসরায়েল একতরফাভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যোগ দেয় এবং ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে।

2025-03-08t162349z-1598655647-rc249da7mnvt-rtrmadp-3-usa-iran-trump-khamenei

এরপর অবশেষে গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। এসমস্ত কিছুর মধ্যে এতদিন আড়ালেই ছিলেন খামেনি। আর আজ অবশেষে দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন তিনি।