BREAKING: ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করুন ! জাতি সংঘের কাছে করুন আর্তি ইরানের

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ চতুর্থ দিনে পড়লো ইরান-ইসরায়েল সংঘর্ষ। আর এরমাঝেই আজ আরেকবার, জাতি সংঘের কাছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে 'স্পষ্ট নিন্দা' করার দাবি জানালো ইরান। আজ এই বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকায়ি,জাতি সংঘের উদ্দেশ্যে নিজের  এক্স (টুইটার) হ্যান্ডেল-এ লেখেন:" এটি একটি বড় ধরণের আগ্রাসন। আজ সারা বিশ্ব, আপনার (জাতি সংঘের) দপ্তরের কাছ থেকে, ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে এক 'স্পষ্ট নিন্দা' চাইছে। এই বিষয়ে কোনও দ্বিধা থাকা উচিত নয়। সারা বিশ্বের প্রতি আপনার দায়িত্ব আজ এটাই দাবি করছে।"

missile attack