BREAKING: ইজরায়েলের আক্রমণে মৃত ইরানের সামরিক কমান্ডার এবং শীর্ষ বিজ্ঞানীদের নিয়ে এবার বড় আপডেট!

জেনে নিন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সাথে ইরানের ১২ দিনের যুদ্ধে নিহত জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শীর্ষ বিজ্ঞানীদের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (২৮ জুন, ২০২৫) অনুষ্ঠিত হবে। 

"ইহুদিবাদী সরকারের আগ্রাসনে শহীদ কমান্ডার এবং বিজ্ঞানীদের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ... শনিবার সকাল ৮:০০ টা থেকে (০৪৩০ GMT) তেহরানে অনুষ্ঠিত হবে", বুধবার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। ওই সংস্থা দাবি করে যে ১৩ জুন যুদ্ধের প্রথম দিনে ইজরায়েলের হাতে নিহত বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামিকে বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) সমাহিত করা হবে।

Iran promises to punish Israel in 'legitimate, resolute' manner