জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান, যুক্তরাষ্ট্র বলল ‘অগ্রহণযোগ্য'।

author-image
Aniket
New Update
epnIBF3J

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইরান সরকার বুধবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

2025-06-18t170733z-251940822-rc245fauo940-rtrmadp-3-iran-nuclear

যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে, এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব পরমাণু নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলবে।