/anm-bengali/media/media_files/2025/07/03/epnibf3j-2025-07-03-07-09-58.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইরান সরকার বুধবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে, এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব পরমাণু নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলবে।
#UPDATE Iran officially suspended its cooperation with the UN nuclear watchdog on Wednesday, a move the United States described as 'unacceptable' and which comes after last month's 12-day conflict between the Islamic republic and Israel
— AFP News Agency (@AFP) July 2, 2025
🇮🇷 ☢️https://t.co/CNIkw12jfo