ট্রাম্পের দাবি ‘যুদ্ধবিরতি শুরু’, অথচ ইরান বলছে ‘কোনও চুক্তি হয়নি’, সত্য তাহলে কে?

২৪ ঘণ্টা পর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে বিবেচিত হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
iran flag (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল ও ইরান একটি "সম্পূর্ণ যুদ্ধবিরতি" চুক্তিতে পৌঁছেছে, যার ফলে ১২ দিনের যুদ্ধের অবসান ঘটেছে। তবে এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান।

ট্রাম্প Truth Social–এ একটি পোস্টে লেখেন, "সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরান সম্পূর্ণভাবে একমত হয়েছে যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে”।

তাঁর মতে, উভয় দেশই তাদের "চূড়ান্ত সামরিক অভিযান" শেষ করার ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু করবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে, ১২ ঘণ্টা পর ইসরায়েল তা অনুসরণ করবে, এবং তার ২৪ ঘণ্টা পর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে বিবেচিত হবে।

2025-06-18t170733z-251940822-rc245fauo940-rtrmadp-3-iran-nuclear

ট্রাম্প আরও বলেন, “১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর জন্য স্বস্তির বিষয়। আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই, তারা যেভাবে স্থিরতা, সাহস এবং কূটনৈতিক বুদ্ধিমত্তা দেখিয়েছে, তা প্রশংসনীয়”।

কিন্তু ইরান জানিয়েছে, এমন কোনও চুক্তি হয়নি। ইরানের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনও যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি এবং ট্রাম্পের বক্তব্যকে "ভিত্তিহীন ও বিভ্রান্তিকর" বলে অভিহিত করেছে।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই কোনও যুদ্ধবিরতি চুক্তি হয়, তাহলে তা জাতিসংঘ বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত।

উল্লেখ্য, গত ১২ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে বহু মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধবিরতির খবর এলেও তা প্রকৃত সত্য কিনা, তা নিয়ে সংশয় রয়েছে এখনও।