/anm-bengali/media/media_files/Yn0Tkw1lY9URMa4eSE10.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইরান বৃহস্পতিবার সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান 'অ্যাকশন' নেওয়ার আশঙ্কার দু'দিন পর এই খবর পাওয়া গেল।
মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে ইরান জানিয়েছে, তারা তাদের 'প্রতিরক্ষামূলক' ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করবে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ইরানের খোরামশহর ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উৎক্ষেপণ করা হয়েছে। এটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, এছাড়া এটি ২০০০ কিলোমিটার দূরে উৎক্ষেপণযোগ্য।
#Iran successfully tests long-range #Khorramshahr 4 Khyber missile on the anniversary of the liberation of Khorramshahr from Saddam's forces,
— SAMRIBackup (@SamriBackup) May 25, 2023
The range of this missile is 2,000 km and it features a high-explosive warhead weighing 1,500 kg. pic.twitter.com/By9e03VKOq
সূত্রে খবর, তরল জ্বালানির এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে 'খেইবার'। ইসলামের প্রথম দিকে মুসলিম যোদ্ধাদের দ্বারা ইহুদিদের একটি দুর্গ দখলের কথা উল্লেখ করে এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে।