New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে, কাতার সরকারকে আগাম সতর্ক করেছিল ইরান, বেশকিছু সূত্র মারফত এবার এমনই তথ্য সামনে উঠে এল। এই সতর্কতার মূল লক্ষ্য ছিল কাতারে প্রাণহানি কমানো এবং উত্তেজনা কমিয়ে শান্তির সুযোগ সামনে রাখা। এই সূত্র মারফত জানা যায়, ইরান এই হামলার আগে কাতারকে অবহিত করেছিল, যাতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি এড়ানো যায়। যদিও এই বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক আগেই জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে সফলভাবে প্রতিহত করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/04/eEjZQFrIIlIcy8b0N7yi.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us