New Update
/anm-bengali/media/media_files/2025/06/13/CDRSekKZTEQLpGryrFdX.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি শামখানি, সম্প্রতি এমনই তথ্য জানালো ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সংস্থা। শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন এবং প্রায় এক দশক ধরে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে, নিজের দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেইসময় রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ধারণা করেছিলেন যে, খামেনির কাছে তিনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন। শামখানির মৃত্যু ইরান সরকারের শীর্ষ স্তরে এক বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/06/13/sgEB459XH4AwI6VHVBex.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us