BREAKING: ড্রোন হামলা করে খুন করা হবে ডোনাল্ড ট্রাম্পকে ! প্রাক্তন ইরানি উপদেষ্টার হুমকিতে তোলপাড় সারা বিশ্বে

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
8zDmq41M

নিজস্ব সংবাদদাতা : এবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির প্রাক্তন জ্যেষ্ঠ উপদেষ্টা মহম্মদ-জাওয়াদ লারিজানি। এই সাক্ষাৎকারে লারিজানি বলেন, “ট্রাম্প এমন কিছু কাজ করে ফেলেছে, যারফলে সে আর মার-আ-লাগোতে আরাম করে 'সানবাথ' নিতে পারবে না। কারণ যখন সে পেট উপর করে শুয়ে থাকবে, ঠিক তখনই ছোট একটি ড্রোন তার নাভিতে এসে আঘাত করতে পারে। এটা খুবই সহজ।” লারিজানির এই মন্তব্যটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। লারিজানির এই মন্তব্যকে অনেকেই সরাসরি একটি হুমকি হিসেবে দেখছেন, যা আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে এক তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। 

trump