/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিরতি হচ্ছে না কি হচ্ছে না? এটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। তবে সেই দ্বন্দ্ব খানিকটা এবার স্পষ্ট করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। নিজের এক্স হ্যান্ডেলে আরাঘচি লেখেন, "ইসরায়েলের আগ্রাসনের জন্য আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।
সকল ইরানিদের সাথে, আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়"।
The military operations of our powerful Armed Forces to punish Israel for its aggression continued until the very last minute, at 4am.
— Seyed Abbas Araghchi (@araghchi) June 24, 2025
Together with all Iranians, I thank our brave Armed Forces who remain ready to defend our dear country until their last drop of blood, and who…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us