New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এবার এক বড় ঘোষণা করা হল ইরানের পক্ষ থেকে। আজ ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সমস্ত আকাশপথ, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়াও এইসময় নাগরিকদের বিমানবন্দরে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে, একটি নোটাম (NOTAM) জারি করে জানানো হয়েছিল যে, রাজধানী তেহরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন এই নোটাম (NOTAM) পুরো দেশের আকাশপথে প্রয়োগ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/anm-bengali/media/media_files/C6IQlwI6PcUPZGo3O6qk.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us