ইরানের বন্দরে বিস্ফোরণ, আহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

ইরানের দক্ষিণে বন্দরে বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৬। প্রশাসন জানাল, জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্তারিত পড়ুন।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা : ইরানের দক্ষিণের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। তবে এ ঘটনায় দেশের কোনো জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

publive-image

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বিভিন্ন পুরনো তেল শোধনাগারে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে প্রয়োজনীয় যন্ত্রাংশের জোগানে সমস্যা রয়েছে। তবে এবারের বিস্ফোরণকে নির্দিষ্টভাবে শিল্প দুর্ঘটনা হিসেবেই চিহ্নিত করা হয়েছে, এবং কোনো ধরনের জ্বালানি ক্ষেত্রের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নাকচ করা হয়েছে।

publive-image

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।