পোলটাভায় গোলাবর্ষণে আহত বেড়ে ৫৯

পোলটাভায় গোলাবর্ষণে আহত বেড়ে ৫৯ জন: পুলিশ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-04 2.23.27 AM

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের পোলটাভা অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে, জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাটি আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় চালানো হয় বলে জানানো হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।