জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট লেওতোবি লাকি লাকি আগ্নেয়গিরি ! চূড়ান্ত সতর্ক প্রশাসন

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় "রিং অব ফায়ার" অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে বহু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং ভূমিকম্পের ঝুঁকিও সবসময় বেশি থাকে।

author-image
Debjit Biswas
New Update
volcano (1).jpg

নিজস্ব সংবাদদাতা : জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট লেওতোবি লাকি লাকি আগ্নেয়গিরি। আজ সকাল থেকেই ইন্দোনেশিয়ার মাউন্ট লেওতোবি লাকি লাকি আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু করেছে। এই বিষয়কে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ, ইতিমধ্যেই এলাকাজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

volcano

এই অগ্নুৎপাতের ফলে আকাশে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং পরিবেশের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।