/anm-bengali/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-908-am-2025-09-01-09-38-26.png)
নিজস্ব সংবাদদাতা: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের শুরুতেই তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আঞ্চলিক সহযোগিতার বার্তা দেন।
মোদী বলেন, “আমি SCO সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমাদের উষ্ণ আতিথেয়তার জন্য আমি রাষ্ট্রপতি শি জিনপিং-কে ধন্যবাদ জানাই। আজ উজবেকিস্তানের স্বাধীনতা দিবস, আমি তাদেরও আন্তরিক অভিনন্দন জানাই।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-948-am-2025-09-01-09-01-39.png)
প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি আঞ্চলিক সংহতির ওপরও জোর দেওয়া হয়। তিনি SCO-র সদস্য দেশগুলিকে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের ভিত্তিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। ভারতের পক্ষ থেকে তিনি বাণিজ্য, সংযোগ ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।
এছাড়া মোদী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আঞ্চলিক সংগঠনগুলির দায়িত্ব বেড়েছে। একে অপরকে সাহায্য করেই অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। ভারতের অভিজ্ঞতা ভাগ করে নিতে তিনি প্রস্তুত বলেও জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বৈঠকে উপস্থিত অন্য রাষ্ট্রপ্রধানরাও সহযোগিতা বাড়ানোর পক্ষে মত দেন।
বিশ্লেষকদের মতে, মোদীর সৌজন্যমূলক বার্তা এবং উজবেকিস্তানকে অভিনন্দন জানানো SCO-র কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত বহন করে।
#WATCH | Prime Minister Narendra Modi delivers India's statement at the Shanghai Cooperation Council (SCO) Members Session in Tianjin, China.
— ANI (@ANI) September 1, 2025
He says, "I am happy to participate in the SCO Summit. I want to thank President Xi Jinping for giving us a grand welcome. Today is the… pic.twitter.com/uARrD1GZl2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us