/anm-bengali/media/media_files/2025/10/04/whatsapp-image-2025-10-04-at-2025-10-04-18-55-55.jpeg)
INDIAN STUDENT
নিজস্ব সংবাদদাতা : ফের এক এক ভারতীয় ছাত্রকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হল মার্কিন যুক্তরাষ্ট্রে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে গেল এই নির্মম হত্যাকান্ড। নিহত ছাত্রের নাম চন্দ্রশেখর পোল (Chandrashekar Pole)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস (University of North Texas)-এর ছাত্র ছিলেন। হায়দ্রাবাদ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক শেষ করার পর ২০২৩ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ছয় মাস আগে তাঁর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) টেক্সাসের ডেলটনে একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী চন্দ্রশেখর পোল একটি পূর্ণকালীন চাকরির খোঁজ করছিলেন এবং তার পাশাপাশি গ্যাস স্টেশনে তিনি পার্ট টাইম কাজ করতেন। সেদিন ডিউটিতে থাকার সময়ই এক আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ব্যক্তি তাঁকে গুলি করে বলে জানা গেছে।
এই ঘটনার পর নিহতের পরিবার তাঁর মৃতদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us