নিজেরই সন্তানের গলা কেটে খুন করলেন স্বয়ং মা ! হাড়হিম করা ঘটনা ক্যালিফোর্নিয়ায়

এই ঘটনায় আদালতে হাজির হওয়ার সময় তিনি নিজের পক্ষে কোনও স্বীকারোক্তি দেননি।

author-image
Debjit Biswas
New Update
death

নিজস্ব সংবাদদাতা : ছুটি কাটাতে তিন দিনের জন্য ডিজনিল্যান্ড নিয়ে গিয়েছিলেন নিজের ১১ বছর বয়সী ছেলেকে। কিন্তু এই তিন দিনের ছুটি কাটানোর পর নিজের সেই ১১ বছর বয়সী ছেলেকেই, নৃশংসভাবে হত্যার অভিযোগে আজ গ্রেপ্তার হলেন ভারতীয় বংশোদ্ভূত সারিথা রামারাজু। সারিথাকে গ্রেপ্তার করেছে সান্তা আনা পুলিশ। তিনি নিজেই পুলিশকে ফোন করে জানান যে, একটি হোটেল রুমে তিনিই নিজের ছেলের গলা কেটে হত্যা করেছেন। এই বিষয়ে পুলিশ জানিয়েছে যে, '' এই ঘটনাটি ঘটার কয়েক ঘণ্টা পর তিনি আমাদের ফোন করেন।

RAMARAJU

এরপর পুলিশ বাহিনী  ঘটনাস্থলে গিয়ে একটি বড় রান্নার ছুরি উদ্ধার করেছে, যা এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।'' এই হত্যাকাণ্ডের পর রামারাজুর বিরুদ্ধে হত্যা, শিশুর প্রতি নিষ্ঠূরতা, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ ২৬ বছরের কারাদণ্ড পেতে পারেন।