/anm-bengali/media/media_files/2025/02/21/iUfi5feTqZrYc6k2YB5u.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সব জল্পনার অবসান! মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর শীর্ষ পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল। সাদা বাড়ির ডেপুটি চিপ অফ স্টাফ তথা প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী ড্যান স্ক্যাভিনো জানিয়েছেন, এসবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে কাশ প্যাটেলের কমিশনের স্বাক্ষর করেছেন পার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ড্যান। লিখছেন, 'ওভাল অফিসে এক অনুষ্ঠানের পর কাশ প্যাটেলের কমিশনের স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প।' প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউজের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের শিলমোহর দিল মার্কিন সেনেট। কাশ প্যাটেলের পক্ষে ৫১টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৪৯টি। ডেমোক্রাটের সবকটি ভোট পড়ে কাশ্যপের বিরুদ্ধে। যদিও বেশি ভোট পেয়ে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষপদে কাশ ওরফে কাশ্যপ প্যাটেল।
Moments ago in the Oval Office.
— Dan Scavino (@Scavino47) February 21, 2025
Congratulations to the Ninth Director of the Federal Bureau of Investigation, Kash Patel.
President Trump has officially signed the commission…
Follow Kash on his new 𝕏 account: @FBIDirectorKash. pic.twitter.com/qcRqxE20d1
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us