ভারতীয় নৌবাহিনীর চার শক্তি, শক্তি বাড়াবে এবার সিঙ্গাপুরে

দিল্লি, সাতপুরা, শক্তি এবং কিলতান সিঙ্গাপুরে পৌঁছেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GwEM6zhXsAABrxb

File Picture

নিজস্ব সংবাদদাতা: পূর্ব নৌবহরের কমান্ডিং ফ্ল্যাগ অফিসার র‍্যাডম সুশীল মেননের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর জাহাজ দিল্লি, সাতপুরা, শক্তি এবং কিলতান সিঙ্গাপুরে পৌঁছেছে। সিঙ্গাপুর নৌবাহিনী এবং সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনের কর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বলেই জানা যাচ্ছে।

এই সফর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল মোতায়েনের একটি অংশ। এই সফরটি একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে দুই সামুদ্রিক দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সহযোগিতাকে আরও জোরদার করার জন্য প্রস্তুত বলে জানাচ্ছে নৌবাহিনী।

GwEM9q8W0AA15h6