মার্কিন আকাশে উড়লো ভারতের জাতীয় পতাকা

স্পেস নিডলের উপরে উড়লো ভারতের তিরঙ্গা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-16 at 10.52.26

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হল মার্কিন মুলুকেও। ভারতের স্বাধীনতা দিবসের সম্মানে আজ স্পেস নিডলের উপরে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সিয়াটলে ভারতের কনসাল জেনারেল, সিয়াটলের মেয়র ব্রুস হ্যারেল এবং সিয়াটলে শহরের নেতৃত্বের অন্যান্য নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর তাঁদের সকলের মিলিত সহযোগেই স্পেস নিডলের উপরে উড়লো ভারতের তিরঙ্গা।