বাস্টিল ডে-তে অংশ নেবে ভারতের তিন বাহিনী

পাঞ্জাব রেজিমেন্টের নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন আমান জগতাপ। ভারতীয় নৌবাহিনীর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ব্রত বাঘেল এবং ভারতীয় বিমান বাহিনীর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার সিন্ধু রেড্ডি।

author-image
SWETA MITRA
New Update
1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার বাস্টিলডে (Bastille Day) প্যারেডকেসামনেরেখেপ্যারিসেররাস্তায়নিরাপত্তাবাহিনীযানবাহনেরবিশালসারিদেখাগেছে।প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীদুপুরদেড়টায়ব্যাস্টিলডেপ্যারেডেঅংশনেবেন বলে খবর। ফ্রান্সের প্যারিসে বার্ষিক ব্যাস্টিল ডে সামরিক কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের নেতৃত্বে একটি ভারতীয় ত্রি-বাহিনী কন্টিনজেন্ট। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় একটি প্রাচীন রাজকীয় দুর্গ বাস্টিল কারাগারে হামলার বার্ষিকী স্মরণে বাস্টিল ডে প্যারেডের প্রস্তুতি চলছে। 

শুধু তাই নয়, বাস্টিল ডে-তে অংশ নেবে ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বায়ুসেনাও। তিন বাহিনীরই প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে।