/anm-bengali/media/media_files/xvquwzXQrQyT8QcM756Q.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা শুক্রবার (স্থানীয় সময়) সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভারত ও তার কূটনীতিকদের প্রতি সমর্থন জানান।
#WATCH | Indian-American community gather outside the Indian Consulate in San Francisco to express support for India following a recent attempted arson at the diplomatic facility by Khalistan supporters. pic.twitter.com/0guvtnN8Sa
সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের বাইরে জড়ো হওয়া ভারতীয় আমেরিকানদের 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' এবং 'অখণ্ড ভারত জিন্দাবাদ'-এর মতো স্লোগান দিতে দেখা গেছে। ভারতীয় আমেরিকানরা বলেন, 'আমরা আমাদের কূটনীতিকদের পাশে আছি'। এবং 'কনস্যুলেটে খালিস্তানি হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড' লেখা ব্যানার বহন করছিল ভারতীয় আমেরিকানরা।
উল্লেখ্য, গত ২ জুলাই খালিস্তানপন্থী একদল সমর্থক কনস্যুলেটে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কোনও বড় ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us