আমেরিকায় গোপন বৈঠক! প্রযুক্তি-বাণিজ্যে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিদেশসচিব বিক্রম মিশ্রের গুরুত্বপূর্ণ বৈঠক জেফ্রি কেসলারের সঙ্গে। স্ট্র্যাটেজিক ট্রেড ডায়ালগ নিয়ে আলোচনায় মিলল বড় বার্তা।

author-image
Debapriya Sarkar
New Update
vikram misri

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্র এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন মার্কিন বাণিজ্য দফতরের আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারের সঙ্গে। আধুনিক ও উদীয়মান প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। পাশাপাশি, ভারত-আমেরিকা স্ট্র্যাটেজিক ট্রেড ডায়ালগ যেন শীঘ্রই অনুষ্ঠিত হয়, সে বিষয়েও মত বিনিময় হয়েছে। মূলত প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতাকে আরও গভীর করার লক্ষ্যেই এই বৈঠক, যা দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

india usa.jpg