ভারতের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি করতে চলেছে ব্রিটেন ! হবে বিপুল কর্মসংস্থান

কি রয়েছে এই চুক্তিতে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারতের সঙ্গে আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তিকে (FTA) এবার “ঐতিহাসিক” বলে অভিহিত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চেকার্সে তাঁর সাক্ষাৎকালেই এই চুক্তিতে স্বাক্ষরিত হওয়ার কথা। এই মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অনুযায়ী, ব্রিটেনে যাবতীয় ভারতীয় পণ্যের উপর ট্যারিফ কমে গিয়ে তা গড়ে ১৫% থেকে ৩%-এ নেমে আসবে। যারফলে জুতো, পোশাক, খাবার ইত্যাদির দাম ব্যাপকভাবে কমবে। এই বিষয়ে স্টারমার বলেন, “এই চুক্তি ব্রিটেনের জন্য বড় জয়। এটি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।”

modi

উল্লেখ্য,যুক্তরাজ্য ইতিমধ্যেই ৬ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ ও রপ্তানি চুক্তি পেয়েছে, যার ফলে যুক্তরাজ্যের জিডিপিতে (GDP) বছরে ৪.৮ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির ফলে বিশেষভাবে লাভবান হবে ব্রিটিশ হুইস্কি শিল্প, যেখানে ট্যারিফ ১৫০% থেকে সরাসরি ৭৫%-এ নেমে আসবে, ও ধীরে ধীরে তা ৪০%-এ নামবে আগামী এক দশকে। এই বিষয়ে যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস বলেন, “এই চুক্তির সুফল ব্রিটেনের প্রতিটি কোনায় কোনায় পৌঁছাবে।”