আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে ভারত ! দূতাবাসের মর্যাদা পেতে চলেছে টেকনিক্যাল মিশন অফ ইন্ডিয়া

কেন এই সিদ্ধান্ত নিল ভারত ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আফগানিস্তানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ককে ফের জোরদার করছে ভারত। আর সেই লক্ষ্যেই ফের একবার আফগানিস্তানে ভারতীয় দূতাবাস পুনরুদ্ধার করতে চলেছে ভারত। আজ এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে,''আফগানিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে ভারত সরকার কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশন অফ ইন্ডিয়া-কে অবিলম্বে আফগানিস্তানে ভারতের দূতাবাস-এর (Embassy of India in Afghanistan) মর্যাদায় পুনরুদ্ধার করছে।''

Randhir Jaiswalq1.jpg

এছাড়াও এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে,''কাবুলের এই ভারতীয় দূতাবাস আফগানিস্তানের সার্বিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং সক্ষমতা-নির্মাণ উদ্যোগগুলিতে ভারতের অবদানকে আরও বাড়িয়ে তুলবে, যা আফগানিস্তানের সাধারণ মানুষের অগ্রাধিকার এবং আকাঙ্ক্ষাগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।''

এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিল যে, আফগানিস্তানের জনগণের প্রয়োজন ও আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে এবং সেই দেশে নিজের কূটনৈতিক উপস্থিতি প্রসারিত করতে ভারত সম্পূর্ণরূপে প্রস্তুত।