/anm-bengali/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-939-am-2025-09-01-09-49-02.png)
নিজস্ব সংবাদদাতা: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্য রাষ্ট্রের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত চার দশক ধরে সন্ত্রাসবাদ ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে দেশকে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে।
মোদী বলেন, “গত চার দশক ধরে ভারত সন্ত্রাসবাদের বোঝা বইছে। সম্প্রতি পাহেলগামে আমরা সন্ত্রাসবাদের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছি। এই শোকের সময়ে আমাদের পাশে দাঁড়ানো বন্ধুসুলভ দেশকে আমি কৃতজ্ঞতা জানাই।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-12-am-2025-09-01-09-43-34.png)
প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে SCO সদস্য দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। তাঁর মতে, সন্ত্রাসবাদ কেবল একটি দেশের নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বড় বাধা। তাই বহুপাক্ষিক সহযোগিতা ও যৌথ পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।
তাঁর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মোদী স্পষ্ট করেন, সন্ত্রাসবাদ মোকাবিলা করা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন বা সাংস্কৃতিক বিনিময়ের মতো কার্যক্রম কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে, মোদীর এই মন্তব্য SCO মঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং সদস্য দেশগুলির কাছে সন্ত্রাস দমনে দৃঢ় বার্তা পাঠিয়েছে।
#WATCH | At the Shanghai Cooperation Council (SCO) Members Session in Tianjin, China, Prime Minister Narendra Modi says, "India has been bearing the brunt of the terrorism for the last four decades. Recently, we saw the worst side of terrorism in Pahalgam. I express my gratitude… pic.twitter.com/TU3cAf1ibc
— ANI (@ANI) September 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us