/anm-bengali/media/media_files/RyWJOuY5CIi4io4n1cBu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারত-কানাডার সম্পর্ক মোটেই ভালো যাচ্ছেনা। বিগত কিছুদিন ধরেই সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চ্ছেদ পড়েছে। তার প্রভাব পড়েছে জাতিসংঘেও। এবার আরও গুরুতর হল এই বিষয়টি। কেননা এবার ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে যুক্ত হল বাংলাদেশও।
সম্প্রতি জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনা সভায় বাংলাদেশের কূটনীতিক আবদুল্লাহ আল ফরহাদ কানাডার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা মানবাধিকার সুরক্ষার প্রচারে কানাডার দ্বারা করা মূল্যবান অগ্রগতির প্রশংসা করি। মানব পাচার রোধে ২০১৯-২০২৪ এর জাতীয়তাবাদী কৌশলের চলমান বাস্তবায়নকে আমরা স্বীকার করি। তাঁদের সহযোগিতার মনোভাবকে আমরা সাধুবাদ জানাই। কানাডার সকল অভিবাসী, শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকারে জোর দেব আমরা”।
#CORRECTION | "...We commend the valuable progress made by Canada in the promotion of protection of human rights. We acknowledge the ongoing implementation of its nationalist strategy to combat human trafficking 2019-2024. In spirit* of cooperation, Bangladesh offers…
— ANI (@ANI) November 14, 2023
বাংলাদেশের এই রকম ভূয়সী প্রশংসা এই মুহুর্তে দাঁড়িয়ে বেশ জটিল পরিস্থিতি সৃষ্টি করল বলেই মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, এর জেরে ভারত-বাংলাদেশ সম্পর্কেও একাধিক প্রশ্ন উঠে যেতে পারে, যা কখনোই কাঙ্খিত নয়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us