/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-1048-pm-2025-07-09-22-15-13.png)
নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ার সংসদে ভাষণের শেষ লগ্নে হালকা রসিকতার মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা আরও বাড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নামিবিয়াকে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি নামিবিয়াকে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য শুভকামনা জানাই। আর যদি আপনাদের ‘ঈগলস’-এর (নামিবিয়া পুরুষ জাতীয় ক্রিকেট দলের ডাকনাম) ক্রিকেট টিপসের দরকার হয়, তাহলে জানেন কাকে ডাকতে হবে।”
/anm-bengali/media/post_attachments/cefd6301-5b8.png)
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সংসদজুড়ে হাস্যরসের আবহ সৃষ্টি হয় এবং তা দুই দেশের মধ্যকার হৃদ্যতা ও খেলাধুলা কেন্দ্রিক সম্পর্কের প্রতিফলন ঘটায়। ভারত, বিশ্ব ক্রিকেটের এক অন্যতম প্রধান শক্তি হিসেবে, নামিবিয়ার মতো উদীয়মান ক্রিকেট জাতির পাশে থাকবে বলেও এই মন্তব্যে ইঙ্গিত দেন মোদী। তাঁর বক্তব্যে উঠে আসে ক্রীড়াক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার সুযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনার রূপরেখা।
#WATCH | Windhoek: "I conclude by wishing Namibia great success in co-hosting the 2027 Cricket World Cup. And if your Eagles (nickname of Namibia men's national cricket team) need any cricket tips, you know whom to call, " says PM Narendra Modi while addressing the Parliament of… pic.twitter.com/ZjorHToroo
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us