বিগত ২ দিনে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা জানলে চমকে যাবেন- ইউনূসের রাজত্বে এ কোন দেশ?

বাংলাদেশে কত হিন্দুকে আক্রমণ বিগত দুই দিনে?

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ইউনূস সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। ইউনূসের অক্ষমতার ফলে বাংলাদেশের অভ্যন্তরীন শান্তি ক্রমশই বিগ্নিত হচ্ছে। কট্টর মৌলবাদীরা শান্তির ধর্ম হিন্দু ধর্মকে আক্রমণ করে চলেছে প্রতিনিয়ত। এখন জানা যাচ্ছে, বাংলাদেশে বিগত ২ দিনে ৫ টি হিন্দু মন্দির ও হিন্দুত্ব স্থানে আক্রমণ করে ভাঙচুর ও হত্যালীলা চালানো হয়েছে। 

১- ময়মনসিংহে কালী মন্দিরে হামলা
2- নাটোরে দুর্গা মন্দিরে হামলা 
৩- বরগুনা জগন্নাথ মন্দিরে হামলা 
৪- হিন্দু শ্মশান স্থান দখল
৫- নাটোরের কালী মন্দিরের হিন্দু শেবায়েতকে হত্যা

বাংলাদেশের অভ্যন্তরীন এই তথ্য সামনে এনেছে 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস'। এছাড়াও অনেক ঘটনায় সামনে আসছে না বলেই মনে করা হচ্ছে। ইউনূস সরকারের সূচনা পর্ব থেকে এই অবস্থা চলছে বাংলাদেশে। তার শাসনের ৫ মাস হতে চলল, এখনও পরিস্থিতির কোনও সঠিক মোর আসেনি। ফলে হিন্দু তথা সংখ্যালঘু অত্যাচার বন্ধ করতে ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন।