প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন ! আহত ৫

ফের বিস্ফোরণ পাকিস্তানে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের বেলুচিস্তানের মস্তুং জেলায় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে আজ একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই বিস্ফোরণের ফলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা।

পাকিস্তানের কিছু স্থানীয় সংবাদপত্র অনুযায়ী, আজ রবিবার স্পেজান্ড রেলওয়ে স্টেশনের কাছে জাফর এক্সপ্রেসে এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, পাঁচজন যাত্রীর সামান্য আঘাত লেগেছে। ঘটনার পরপরই রেলওয়ের কর্মীসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

blast

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সম্পূর্ণ এলাকাটি ঘিরে ফেলে। বম্ব স্কোয়াড সদস্যরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন। ফেডারেল রেলওয়ে মন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে, ''এই ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কার্যকলাপ দেশের সংকল্পকে কোনোদিন টলাতে পারবে না।''