BREAKING: ক্রমশ তীব্র হচ্ছে ব্যাপক যুদ্ধের আশঙ্কা ! ইরানে সক্রিয় ইসরায়েলি বিমান বাহিনী

দেখুন ইরান-ইসরায়েল যুদ্ধের লাইভ আপডেট।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল-ইরান সংঘাত যে এই মুহূর্তেই থেমে যাওয়ার নয়, তা আরও একবার পরিষ্কার করে দিল ইসরায়েলি সেনাবাহিনী। আজ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী এখন তেহরানসহ ইরানের অনেক জায়গায় ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। যদিও এর আগে ইরানের সেনাবাহিনী বলেছে, তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে চালু করা হয়েছে। এই মধ্যেই ইসরায়েলি বিমান হামলার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।

2025-06-18t170733z-251940822-rc245fauo940-rtrmadp-3-iran-nuclear