New Update
/anm-bengali/media/media_files/2024/10/22/yVaiObHwjrpQoGS0Ew97.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের ইরানে ব্যাপক পরিমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)। আজ এই বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)-এর মুখপাত্র এফি ডেফরিন জানান,''ইতিমধ্যেই ইরানজুড়ে ৮০টি নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে আমরা এক মুহূর্তের জন্যেও থামছি না।'' এরপর ডেফরিন আরও বলেন,“আগের হামলায় আমরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, কাঁচামাল উৎপাদন স্থাপনা ও ল্যাবরেটরি ধ্বংস করেছি। এই মুহূর্তেও আমরা তেহরানে আরও বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানছি। আমাদের উদ্দেশ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে ইসরায়েলের নিরাপত্তার উপর ঝুঁকি কমানো যায়।”
/anm-bengali/media/media_files/C6IQlwI6PcUPZGo3O6qk.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us