ভরসা শামিতেই, চলছে ডু অর ডাই ম্যাচ

পাঁচ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, সেখানে অন্তত চার বার ভারতকে পরাজিত করেছে তারা।

author-image
SWETA MITRA
19 Nov 2023
New Update
matcc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে রয়েছে। আর এই উন্মাদনা শুধু ভারতেই নয়, বহু দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্যের বহু জায়গায় জায়ান্ট স্ক্রিনে চলছে খেলা। লন্ডনের এক ক্রিকেট ভক্ত বলেছেন, 'আমরা সকাল থেকেই এখানে আছি। আমি ভারতকে সমর্থন করছি। অন্য আরেক ভক্ত বলছেন, 'আমাদের সুযোগ আছে। আজ বোলারদের দেখাতে হবে। আজকের ম্যাচে বোলারদের অবশ্যই ভালো খেলতে হবে।‘ লন্ডনের এক ক্রিকেট ভক্ত বলছেন, "আমরা জিতব। এটা আজ মহম্মদ শামির খেলা হবে।