ভরসা শামিতেই, চলছে ডু অর ডাই ম্যাচ

পাঁচ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, সেখানে অন্তত চার বার ভারতকে পরাজিত করেছে তারা।

author-image
SWETA MITRA
New Update
matcc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে রয়েছে। আর এই উন্মাদনা শুধু ভারতেই নয়, বহু দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্যের বহু জায়গায় জায়ান্ট স্ক্রিনে চলছে খেলা। লন্ডনেরএকক্রিকেটভক্তবলেছেন, 'আমরাসকালথেকেইএখানেআছি।আমিভারতকেসমর্থনকরছি। অন্য আরেক ভক্ত বলছেন, 'আমাদেরসুযোগআছে।আজবোলারদেরদেখাতেহবে।আজকেরম্যাচেবোলারদেরঅবশ্যইভালো খেলতে হবে।‘ লন্ডনেরএকক্রিকেটভক্ত বলছেন, "আমরাজিতব।এটাআজমহম্মদশামিরখেলা হবে।