"শাসক দলের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করব, এবং এক ইঞ্চিও নড়ব না"- বিশ্বের সামনে বলে দিলেন অভিষেক

কোথায় এই দাবি করলেন অভিষেক?

author-image
Anusmita Bhattacharya
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জাকার্তায় প্রবাসী ভারতীয়দের সাথে আলাপচারিতার সময়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন বড় দাবি। তিনি বলেছেন, "আমরা সকলেই আমাদের কাজ করে যাচ্ছি। শাসক দলের সাথে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি আমার রাজনৈতিক স্বার্থকে আমার জাতির স্বার্থের আগে আসতে দেব না। আমার জাতির সর্বোত্তম স্বার্থের জন্য আমি কাজ করে যাব। আমি শাসক দলের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করব, এবং আমি এই লড়াই থেকে এক ইঞ্চিও নড়ব না, তবে আমি এমন কিছু করব না যা আমার দেশের স্বার্থের বিরুদ্ধে....কোনও ভুল করব না"।

abhishek kl.jpg