/anm-bengali/media/media_files/2025/05/19/1000207314-526963.jpg)
নিজস্ব সংবাদদাতা : তিন মাস বন্ধ থাকার পর অবশেষে গাজার ভেতরে ঢুকল প্রথম মানবিক সহায়তা বহনকারী ট্রাক। ইস্রায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহায়তা সরবরাহ সীমান্তের কারেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে চলা অবরোধ, হামলা ও উত্তেজনার মধ্যে এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।
/anm-bengali/media/media_files/2025/05/19/1000207315-406115.jpg)
গাজায় খাবার, জল ও ওষুধের মতো জরুরি সামগ্রীর চরম ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে মানবিক সংকট ক্রমেই গভীর হয়ে উঠছিল। এই অবস্থায় সহায়তা প্রবেশ শুরু হওয়াকে অনেকেই আশার আলো বলে মনে করছেন। যদিও জাতিসংঘ বলছে, এই কয়েকটি ট্রাকে করে আসা সহায়তা গাজার বিশাল চাহিদার তুলনায় খুবই কম, তবু অন্তত কিছুটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের জন্য।
/anm-bengali/media/media_files/2025/02/01/8h5s0dwGfDZ9iysb2drB.webp)
এই মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক চাপের প্রভাবও স্পষ্ট। বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইস্রায়েলের ওপর সহায়তা প্রবেশে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে আসছিল। শেষপর্যন্ত সেই চাপের ফলেই গাজার দিকে খুলল সহায়তার দরজা। তবে এই সহায়তা ধারাবাহিকভাবে চালু থাকবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। যুদ্ধের উত্তাপ কমার কোনো লক্ষণ নেই। গাজার মানুষ এখন তাকিয়ে আছে—এই ক্ষণিক আশাটুকু আগামী দিনে বড় কিছুতে পরিণত হয় কি না।
Israel says the first humanitarian aid trucks have entered Gaza after nearly three months, reports AP
— Press Trust of India (@PTI_News) May 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us