নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের, বাজউর জেলায় আজ বুধবার, এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন। এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এই বিস্ফোরণটি কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলটি পুরোপুরি ঘিরে ফেলেছে এবং আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র মোতাবেক পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানী সেনার পক্ষ থেকে এই ঘটনার তদন্ত চলছে।
ফাইল চিত্র
At least five people, including an assistant commissioner, were killed and 11 others injured on Wednesday in a bomb explosion in Khyber Pakhtunkhwa’s Bajaur district, Pakistan's Dawn news reports