BREAKING: কেমন ভাবে সাফল্য পেল আমেরিকার 'অপারেশন মিডনাইট হ্যামার' ? বড় তথ্য দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার 'অপারেশন মিডনাইট হ্যামার'-এর গতিপ্রকৃতি নিয়ে এক বড় তথ্য পেশ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন,''গতকাল রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু হওয়ার ঠিক আগেই, যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ও একটি সেন্ট্রাল কমান্ড থেকে ইরানের ইসফাহানে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ স্থলজ অবকাঠামোকে লক্ষ্য করে, ২০টিরও বেশি টমাহক মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর স্ট্রাইক প্যাকেজ ইরানের আকাশসীমায় প্রবেশ করার সময়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ছলচাতুরির কৌশল (deception tactics) অবলম্বন করে। এক্ষেত্রে ৪র্থ ও ৫ম প্রজন্মের বেশকিছু যুদ্ধবিমান অত্যন্ত উচ্চ গতিতে ও অত্যধিক উচ্চতায় সামনের দিকে উড়ে গিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেম চিহ্নিত করতে সহায়তা করে। এই অভিযানে US Strategic Command, Cyber Command, Space Command, Space Force, Transportation Command এবং European Command সক্রিয়ভাবে যুক্ত ছিল। এরপর স্ট্রাইক প্যাকেজ যখন ইরানের ফোর্দো ও নাটানজ-এর কাছে পৌঁছায়, তখন ‘প্রোটেকশন প্যাকেজ’ সর্বপ্রথম উচ্চ গতির বেশকিছু মিসাইল ব্যবহার করে, ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে  নষ্ট করে দেয়। যাতে স্ট্রাইক প্যাকেজ তার লক্ষ্যে নিরাপদে আঘাত হানতে পারে।''

Screenshot 2025-06-22 1.43.19 PM

এরপর তিনি আরও বলেন যে,''এখনও পর্যন্ত আমরা এমন কোনও খবর পাইনি যে ইরান যুক্তরাষ্ট্রের স্ট্রাইক প্যাকেজ লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে।”