/anm-bengali/media/media_files/DihFsglepzNVBEXQ4NQy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ জারি রয়েছে। কখনোই কোনো যুদ্ধই কাম্য নয়। ইজরায়েল বনাম পালেস্তাইন। কোন উপায়ে যুদ্ধ থামবে? পরামর্শ দিয়ে পোস্ট কংগ্রেস নেতা - অভিনেতা রাজ বব্বরের। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ''ইসরায়েল না পালেস্তাইন? কোন পক্ষ? এই সিদ্ধান্ত নেওয়ার আগে সময় এখন চলমান যুদ্ধ কোন উপায়ে বন্ধ করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। যে ছবিগুলো দৃশ্যমান হচ্ছে তা ভয়াবহ। যাদের আটকে রাখা হয়েছে তাদের মুক্তি না দেওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং চলমান সহিংসতা বন্ধ করতে হবে, তা রাজনৈতিক বা কূটনৈতিক যে উপায়েই হোক। শুধু জীবন নয়, এ অঞ্চলের সংস্কৃতিও বিলুপ্তির আশঙ্কায়।''
/anm-bengali/media/post_attachments/fr7Au68IhPFQl8dwOkL3.jpg)
वक़्त इज़राइल या फ़िलिस्तीन का पक्ष लेने न लेने से ज़्यादा ये तय करने का है कि जारी हिंसा कैसे रुके। जो तस्वीरें दिख रहीं हैं वो भयावह हैं। बंधकों को नहीं छोड़ना हालात को बदतर करने को बुलावे की तरह है।
— Raj Babbar (@RajBabbar23) October 11, 2023
International Community को एक होकर राजनितिक या कूटनीतिक जो भी ज़रिया हो -…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us