/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী। মূলত গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে তারা এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করেছে। গত ২৪ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর,আজ এই প্রথম হুথিদের তরফ থেকে কোনও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হলো।
এই বিষয়ে হুথি জঙ্গি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, "আমরা ইসরায়েলের বীরশেবা অঞ্চলের একটি সংবেদনশীল শত্রু ঘাঁটিতে,আজ ধু আল-ফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।" উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে, হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই, হুথিরা একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us