New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার লোহিত সাগরে হুথি হামলায় ডুবে গেল মালবাহী জাহাজ। আজ ‘Eternity C’ নামের একটি গ্রিক মালবাহী জাহাজে হামলা চালায় হুথি জঙ্গিরা। এই ঘটনায় ৭ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও ১৪ জন নিখোঁজ অবস্থায় রয়েছেন। জানা গেছে, এই জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। সোমবার ও মঙ্গলবার এই জাহাজটি হামলার শিকার হয় এবং বুধবার সকালে তা সম্পূর্ণ ডুবে যায়। ডুবে যাওয়ার আগে ৪ জন নাবিক নিহত হন, বাকি নাবিকরা জাহাজ ত্যাগ করেন। উদ্ধার হওয়া ৭ জন নাবিক ২৪ ঘণ্টারও বেশি সময় জলে ভেসে ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/21/6x2kverDCcMi4IVIH2WB.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us