New Update
/anm-bengali/media/media_files/bCz25uLHpqsRQAzX1cp0.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। বর্তমানে যুদ্ধ ভয় বৃদ্ধি পাচ্ছে তাইওয়ানে। এরই মধ্যে এবার ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভূমিকম্পটি অনুভূত হয়েছে তাইওয়ানের মা-কুংয়ে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬ ম্যাগনিটিউড। স্থানীয় সময় ভোর ৫ টা বেজে ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ফলে হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
4.6 magnitude #earthquake. 161 km from Ma-kung, #Taiwan, Taiwan https://t.co/iBT8B1bPiD
— Earthquake Alerts (@QuakesToday) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us