New Update
/anm-bengali/media/media_files/Ay04jWJfikvsI2lHxqCX.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে টোঙ্গায়। ভূমিকম্পটি অনুভূত হয়েছে টোঙ্গার নিয়াসের হিহিফোতে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১ ম্যাগনিটিউড। ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হিহিফোতে। সাধারণ মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের কিছুক্ষণ পূর্বেই ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় হিহিফোতে।
5.1 magnitude #earthquake. 72 km from Hihifo, #NI, Tonga https://t.co/EzY1AdPU6o
— Earthquake Alerts (@QuakesToday) May 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us