BREAKING: "বন্দিরা চিপসের মতো দর কষাকষির পাত্র নয়"- যুদ্ধবিরতির আহ্বান জানালেন ইজরায়েলি আইনপ্রণেতা

আর কি দাবি করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: শনিবার হাইফায় সরকার বিরোধী বিক্ষোভে যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তির আহ্বান জানিয়ে ইজরায়েলি আইনপ্রণেতা ইয়ার গোলান বলেন, ৬৩০ দিনেরও বেশি সময় ধরে গাজায় আটকে রাখা বন্দিদের "দর কষাকষির টুকরো" হিসেবে দেখা উচিত নয়।

"বন্দিরা দর কষাকষির পাত্র নয়। তারা আমাদের ভাই ও বোন। গাজায় যুদ্ধরত সৈন্যরা আমাদের ছেলে ও মেয়ে এবং যারা তাদের প্রত্যাবর্তনকে জাতীয় অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখে না - তারা ইহুদিবাদী বা নেতৃত্বের যোগ্য নয়", বামপন্থী ডেমোক্র্যাট দলের প্রধান গোলান বলেন। ১২ দিনের সংঘাতের পর ইরানের সাথে দেশটির যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পর, ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারীদের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

Yair Golan Under Fire After Blaming Gov't For Baby Killing 'as A Hobby' -  i24NEWS