New Update
/anm-bengali/media/media_files/cH3Ah8PKwKWyDe2rSB8R.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু মিছিল তৈরি হয়েছে সেনেগালে (senegal)। উত্তর সেনেগালের ডাকারের (Dakar) লোগা (Louga) শহরে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে।
এছাড়াও দুর্ঘটনার ফলে বহু মানুষ আহত হয়েছে। লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে এই দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। আহতরা লোগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন মাদজিগুয়েন গুয়ে সানকারে।
Senegal bus crash kills 23 people https://t.co/jePoMLrgSFpic.twitter.com/P6vSLukOsZ
— Reuters Africa (@ReutersAfrica) July 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us