নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা ড্রোন দিয়ে পাভলোগ্রাদ আক্রমণ করেছে। ডিনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন এই হামলার বিষয়ে জানিয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি. পাভলোগ্রাদ অঞ্চল এবং সিনেলনয়ক অঞ্চলের জনবসতির কিছু অংশ বর্তমানে বিদ্যুৎবিহীন রয়েছে। রয়েছে জল বিভ্রাট।