স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে নতুন করে উত্তেজনা ছড়াল বাংলাদেশে

সেই পরিস্থিতির উন্নতি করতে পারলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ঢাকাসহ সারা দেশে চুরি-ডাকাতি ও ছিনতাই ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলেছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে, এমন দাবি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

ban fryghjk

সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তারা যে কারণে পদত্যাগ করতে বলছেন, সেই পরিস্থিতির উন্নতি করতে পারলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না। রবিবার বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন।

ban frtygnkk