/anm-bengali/media/media_files/2024/12/03/nqHrhQPMf1fNTu0Bw0KQ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, তা আগাগোড়া প্রমাণিত। এতোদিন ছিল শুধু প্রহৃত হচ্ছিলেন হিন্দুরা। আর এবার সরাসরি বাড়ি ঢুকে খুন করে দেওয়া হল হিন্দু মহিলাকে। বাংলাদেশের খাগড়াছড়ি এলাকার ঘটনা। নিজ বাড়িতে নির্মমভাবে খুন হলেন এক হিন্দু মহিলা।
খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মহিলার নাম চুমকি রানী দাস, বয়স ৫০। তাঁর বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে দুষ্কৃতিরা, এমনটাই অভিযোগ মৃতার ছেলের। তবে নিশানায় মৌলবাদীরায়। যা জানা যাচ্ছে, তার বাড়ি, একসময় হিন্দু নাগরিক মঞ্চের সদস্যদের আশ্রয়স্থল ছিল, সেখান থেকেই যাবতীয় কর্মকাণ্ড চলতো। আর সেটারই রাগ ছিল অভিযুক্তদের, বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2024/12/01/1000114773.jpg)
নিহতের ছেলে প্রান্ত দাস, সনাতন জাগরণ মঞ্চ খাগড়াছড়ির একজন প্রধান সমন্বয়কারী, সম্প্রতি চরমপন্থীদের দ্বারা অনলাইন হয়রানি ও উস্কানির লক্ষ্যবস্তু হয়েছিলেন। ইসকন রেফারেন্সের সাথে ট্যাগ করা তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি আরও উস্কানির কাজ করেছে বলেই মনে করা হচ্ছে।
🚨Breaking News: #Bangladesh#Khagrachari: A Hindu Woman Brutally Murdered in Her Own Home
— Hindu Voice (@HinduVoice_in) December 6, 2024
In the heart of Khagrachari, a chilling crime has sent shockwaves through the community. A Hindu woman, Chumki Rani Das (50), was savagely murdered in her own home, in what appears to be… pic.twitter.com/JiLE36xb1v
/anm-bengali/media/media_files/1000066634.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us